• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
এফএ কাপ

চেলসিকে গুঁড়িয়ে দিল সিটি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৯, ২০২৩, ০১:৩৭ পিএম
চেলসিকে গুঁড়িয়ে দিল সিটি

ঢাকা : আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে চেলসিকে দুবার হারাল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার এফএ কাপেও শেষ হাসি পেপ গার্দিওলার দলের। সেটা আবার প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে।

ইতিহাস স্টেডিয়ামে রবিবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে চেলসিকে ৪-০ গোলে হারায় সিটি। জোড়া গোল করেন রিয়াদ মাহরেজ। একটি করে গোল করেন জুলিয়ান আলভারেজ ও ফিল ফোডেন।

এদিন আর্লিং হলান্ডকে ছাড়াই খেলতে নেমেছিল সিটি। এ ছাড়া কেভিন ডি ব্রুইন, ইলখাই গুন্দোয়ানদেরও খেলাননি সিটি কোচ। তা সত্ত্বেও ২৩তম মিনিটের মধ্যে সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ।

২৭তম মিনিটে নিজেদের বক্সের মধ্যে কাই হাভেরটজের হাতে বল লাগে। ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। সিটিকে ২-০ এগিয়ে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা আলভারেজ।

৩৮ মিনিটে বাঁ পায়ের শটে ৩-০ করেন ফোডেন। দ্বিতীয়ার্ধে ম্যান সিটির আক্রমণের ঝড়ে বিপর্যস্ত হয়ে নিজেদের বক্সে ফাউল করেন কালিদোউ কোলিবালি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় ও ম্যান সিটির হয়ে চতুর্থ গোল করেন মাহরেজ।

এর আগে স্ট্যামফোর্ড ব্রিজে গত শুক্রবার সিটির বিপক্ষে লড়াই করে ০-১ গোলে হেরেছিল চেলসি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!