ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে সব ক্রিকেটার বিশ্রাম পেলেও সাকিব আল হাসানকে ছুটতে হয়েছে পাকিস্তানে। সেখানে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েছিলেন এ দেশসেরা ক্রিকেটার। কিন্তু এক ম্যাচ খেলার পর পিএসএলেও থাকা হলো না। খেলা ছেড়ে হঠাৎ পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন এ অলরাউন্ডার।
পিএসএলে পেশাওয়ার জালমিতে নাম লিখিয়েছিলেন সাকিব। এক ম্যাচ খেলেই বাদ পড়তে হলো বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে।
সাকিবের স্থলাভিষিক্ত হয়েছেন আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জালমি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পেশাওয়ার প্লে অফে জায়গা করে নিলে আবার ফিরতে পারেন সাকিব। সাকিব নিজেও তেমনটা আভাস দিয়ে বলেছেন— একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে আমাকে আপাতত পিএসএল ছেড়ে যেতে হচ্ছে।
আমি জানি, এখানে আমার অনেক প্রবল সমর্থকগোষ্ঠী আছে এবং এই দর্শকদের সামনে সব ম্যাচ খেলার জন্য উন্মুখ ছিলাম। তবে হতাশ হওয়ার কিছু নেই। পেশাওয়ারের শিরোপা পুনরুদ্ধারে অবদান রাখার জন্য টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে কোনো একটি পর্যায়ে আমি আবার ফিরব।
সোনালীনিউজ/এমটিআই