• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মেয়েদের সুখবর দিল বাফুফে


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৩, ১২:৩০ পিএম
মেয়েদের সুখবর দিল বাফুফে

ঢাকা : এখন মিয়ানমারে থাকার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। সেখানে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের বাছাইয়ে ছিল লাল-সবুজ দলের নাম। সময়সূচি মেনে মিয়ানমারে চলছে সেই লড়াই। আর সাফজয়ী মেয়েদের অবস্থান বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যর্থতায় বাছাই টুর্নামেন্টে অংশ নেওয়া হয়নি সাবিনা খাতুনদের। এ নিয়ে যখন দেশে সমালোচনার ঝড় তুঙ্গে, তখন মেয়েদের সুখবর দিল বাফুফে।

বেশ লম্বা সময় ধরেই গুঞ্জনে ছিল নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের কথা। আচমকা সভা ডেকে তারই আপডেট দিলেন মাহফুজা আক্তার কিরণ।

শনিবার (৮ এপ্রিল) সভায় বসে নারী সুপার লিগের সাংগঠনিক কমিটি, যা কমিটির চেয়ারম্যান কিরণ বলেছেন, ‘১৫ মে থেকে ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে। চারটি দল অংশগ্রহণ করবে। একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ।’ টুর্নামেন্টে ফরম্যাট ও শুরুর দিনক্ষণ জানালেও চার ফ্র্যাঞ্চাইজির নাম জানাতে পারেননি কিরণ।

এমনকি কোথায় খেলা হবে সেটাও নিশ্চিত করতে পারেননি বাফুফের কার্যনির্বাহীর সদস্য এবং নারী ফুটবলের প্রধান। তবে কিরণ এতটুকু জানাতে পেরেছেন যে খেলা হবে ঘাসের মাঠে। তার ভাষ্য ছিল ঠিক এমন, ‘ঢাকার একটি ভেন্যুতেই সব খেলা অনুষ্ঠিত হবে। টার্ফে নয়, ঘাসের মাঠেই খেলা হবে।’

অপরদিকে টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে স্পোর্টসের প্রধান ফাহাদ করিম বলেছেন, ‘আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি চার দল নিয়ে করার। আগামী সপ্তাহে ফ্রাঞ্চাইজিদের নাম ও আর্থিক বিষয় নিয়ে সভা রয়েছে। ঈদের পর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।’

পূর্বে ক্রিকেট ও হকির ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। তবে নারী লিগে এমন কিছু হবে না বলে আশ্বস্ত করেছেন ফাহাদ, ‘খেলোয়াড়দের পারিশ্রমিক স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে স্পোর্টস থেকে দেওয়া হবে। পারিশ্রমিক নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!