ঢাকা: অনিয়মের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফিফা।
আর্থিক অনিয়মের দায়ে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।দুই বছর কোনো ধরণের ফুটবল কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না তিনি।
এই শাস্তির সঙ্গে ১০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১২ লাখ টাকা) জরিমানাও করা হয়েছে তাকে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য বা নথি দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই মধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছে ফিফা। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি)। শাস্তি আরোপ হবে এই তারিখ থেকেই।
উল্লেখ্য, বাফুফে ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতা খুঁজে পেয়েছে ফিফা। এ কারণে গত জানুয়ারিতে তিন কর্মকর্তা সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অর্থ সহকারী অনুপম সরকারকে কারণ দর্শাতে বলা হয়।
ফিফার মূল আপত্তি বাফুফের ক্রয়সংক্রান্ত বিষয়ে। যেখানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে অন্তত তিনটি প্রতিষ্ঠান থেকে দর নেওয়ার বিধান রয়েছে। নিয়মানুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কাজ পাবে। বাফুফের ক্রয় প্রক্রিয়ার কাগজ-কলমে তিন প্রতিষ্ঠানকে দেখিয়েছে ঠিকই; কাজ দেওয়া হয়েছে সর্বনিম্ন দরদাতাকে। কিন্তু বিপত্তি বাধে ক্রয় রশিদ ও কোটেশনে। যার একটার সঙ্গে অন্যটার অমিল খুঁজে পেয়েছে ফিফার অডিট কমিটি। কী কারণে এমন হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।
এরপর ফেব্রুয়ারিতে আর্থিক অনিয়মের অভিযোগে শোকজ নোটিশের জবাবে সশরীরে ফিফার সদর দফতর জুরিখে যান আবু নাঈম সোহাগ। তার সঙ্গী হন বাফুফের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
সোনালীনিউজ/আইএ
আপনার মতামত লিখুন :