• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টিতে ১ম ইনিংসেই ৩২৪ রানের রেকর্ড গড়লো বোপাড়ার দল


ক্রীড়া ডেস্ক মে ২৪, ২০২৩, ০১:০৫ পিএম
টি-টোয়েন্টিতে ১ম ইনিংসেই ৩২৪ রানের রেকর্ড গড়লো বোপাড়ার দল

ঢাকা : টার্গেট ৩২৫ রান, স্কোর কার্ড দেখে যে কারো মনে হতে পারে এটা হয়তো ওডিআই ম্যাচ । কিন্তু ওডিআই না টি-টোয়েন্টি ম্যাচেই এক ইনিংসেই হয়েছে ৩২৪ রান। গতকাল এমন এক রেকর্ডের সম্মুখীন হলো গোটা বিশ্ব  । গতকাল ইংল্যান্ড কাউন্টির ২য় দলগুলোর টি-টোয়েন্টি টুর্ণামেন্টে সাসেক্স ২য় একাদশ ও মিডেলেক্স ২য় একাদশের মধ্যকার ম্যাচে সাসেক্স ২য় একাদশ প্রথম ইনিংসেই করে ৩২৪ রান।

প্রথমে টস জিতে সাসেক্সের অধিনায়ক রবি বোপারা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। টম দুই ওপেনার টম ক্লার্ক করেন ১৪ বলে ৩০ রান ,আরেক ওপেনার জেম্স কলেস করেন ২ বলে ৪ রান । কিন্তু অধিনায়ক রবি বোপারা খেলেন ৪৯ বরে ১৪৪ রানের এক অবিশ্বস্য  ইনিংস যার সুবাদে সাসেক্স ২য় একাদশ প্রথম ২০ ওভারেই তোলে ৩২৪ রান।যা  টি-টোয়েন্টিতে সর্ব্বোচ।

পাহাড় সমান রান তাড়া করতে নেমে ওপেনার স্যাম রোবসন ২৫ বলে ৩৭ রান ও ম্যাক্স হ্যারিস ১৯ বলে ২৯ রান করেন । এছাড়া বলার মতো রান করতে পারেননি আর কেউ। মিডেলেক্সের ইনিংস থামে ১৩০ রানে ,তাদের হারতে হয় ১৯৪ রানে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!