• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

১০ মিনিটেই শেষ আর্জেন্টিনা ম্যাচের টিকিট


ক্রীড়া ডেস্ক জুন ৬, ২০২৩, ০৯:৩০ এএম
১০ মিনিটেই শেষ আর্জেন্টিনা ম্যাচের টিকিট

ঢাকা: এশিয়া সফরে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে আর্জেন্টিনা। যদিও এই দল থেকে বাদ পড়েছেন লাওতারো মার্তিনেজ ও পাওলো দিবালা। 

চীনে আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী আছে। বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির পর ১৯ জুন এশিয়া সফরের দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনা খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

বেইজিং মেসি, দি মারিয়াদের স্মৃতিকাতর করবেই। ২০০৮ সালের অলিম্পিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে তারা জিতেছিলেন ফুটবলের সোনার পদক। 

ফাইনালে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মেসিরা ফাইনালে উঠেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে। সেমিতে মেসির ছিল জোড়া গোল।

১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের টিকেট শেষ হয়ে গেছে মাত্র ১০ মিনিটে। প্রথম দফায় যত টিকিট ছাড়া হয়েছিল, তার সব বিক্রি হতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট!

বেইজিংয়ে এ ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৮২ মার্কিন ডলার-বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার ৮৩৫ টাকা। সবচেয়ে দামি টিকিটের দাম ৬৭৫ ডলার-বাংলাদেশি মুদ্রায় যা ৭২ হাজার টাকার একটু বেশি। এই দামের টিকিটও সব বিক্রি হয়ে গেছে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!