• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্যালন ডি’অর প্রদানের তারিখ ঘোষণা 


ক্রীড়া প্রতিবেদক আকাশ খান  জুন ১০, ২০২৩, ১২:৩৭ পিএম
ব্যালন ডি’অর প্রদানের তারিখ ঘোষণা 

ঢাকা: লিওনেল মেসির হাতে আরেকটি ব্যালন ডি’অর নাকি বাজিমাত করবেন আর্লিং হলান্ড- প্রশ্নের পিঠে প্রশ্ন জমছে, কার হাতে উঠছে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার ব্যক্তিগত পুরস্কার। 

আর কবেই বা জানা যাবে বর্ষসেরা ফুটবলারের নাম। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের অধীর আগ্রহের সেই অপেক্ষা ফুরাবে আসছে ৩০ অক্টোবর।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্রান্স ফুটবল’ জানিয়েছে, ৩০ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জমকালো আয়োজনে ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর বিজয়ীর নাম প্রকাশ করা হবে।

১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর দিয়ে আসছে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন। চলতি বছরে ফিফা বিশ্বকাপ জেতা মেসি থাকছেন এগিয়ে। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হলান্ডও অন্যতম দাবিদার।

পুরস্কার ঘোষণার আগে ৬ সেপ্টেম্বর জানানো হবে পুরুষ বিভাগে বর্ষসেরা নির্বাচনের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা। এ ছাড়া ২০ নারী ফুটবলারকেও মনোনয়ন দেওয়া হবে।  

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!