• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল 

বিশ্বকাপ ফাইনালের অনুভূতি পাচ্ছেন মার্টিনেজ


ক্রীড়া ডেস্ক জুন ১০, ২০২৩, ০৪:১২ পিএম
বিশ্বকাপ ফাইনালের অনুভূতি পাচ্ছেন মার্টিনেজ

ঢাকা: আর্জেন্টিনার হয়ে গত ডিসেম্বরেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। এবার আরো একটি ফাইনালে মাঠে নামছেন আর্জেন্টিনার এ তারকা। 

আর তাই তো ইউরোপ সেরার লড়াইয়ে বিশ্বকাপ খেলার মতোই অনুভূতি পাচ্ছেন এই ফরোয়ার্ড। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনালে আমার যে অনুভূতি ছিল এখানেও সেটি কাজ করছে। কেবল জার্সিটার পরিবর্তন হয়েছে। এগুলো বিশ্ব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন ম্যাচ সব খেলোয়াড়ই খেলতে চায়।’

‘এই মৌসুমটা আমার জন্য অনেক ইতিবাচক। যেভাবে কেটেছে এবং যা করতে পেরেছি তাতে আমি খুশি। এখন আমরা মৌসুমের শেষটা রাঙাতে চাই। লক্ষ্য অর্জনের জন্য এটিই শেষ পদক্ষেপ। আমাদের প্রস্তুত থাকতে হবে কারণ ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।’

মাঠের লড়াইয়ের আগে প্রতিপক্ষ ম্যানসিটিকে নিয়ে মার্টিনেজ বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি ব্যক্তিগত এবং দলীয় গুণাবলীর কারণে খুব কঠিন একটি দল। আমরাও কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। পাল্টা আক্রমণে গিয়ে সুবিধা নিতে হবে। গত কয়েকদিন ধরে ভালো করেই প্রস্তুতি নিয়েছি। আমরা তাদের বিপক্ষে লড়াই করতে এবং পরিকল্পনা সাজাতে দুটি করে অনুশীলন সেশন করেছি। আমরা যত কাজ করছি তার সবকিছুই বাস্তবায়ন করব।’

উল্লেখ্য, আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ৬৮তম ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি ও ইতালিয়ান লিগ সিরি আ’র ইন্টার মিলানের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে ইতালিয়ান লিগ সিরি আ’র ক্লাব ইন্টার মিলান। ক্লাবের স্বপ্ন পূরণ হলে, আশাপূরণ হবে তারও। এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও কীর্তি গড়বেন ২৫ বর্ষী এই ফরোয়ার্ড। যা এর আগে মাত্র নয়জন ফুটবলার করে দেখিয়েছেন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!