• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
সংবাদ সম্মেলনে গার্দিওলা

আমাদের আর মাত্র ১৩টা চ্যাম্পিয়নস লিগ লাগবে


ক্রীড়া ডেস্ক জুন ১১, ২০২৩, ১১:৫৮ এএম
আমাদের আর মাত্র ১৩টা চ্যাম্পিয়নস লিগ লাগবে

ঢাকা : পেপ গার্দিওলার বয়সটা কম হয়নি। ৫২ ছাড়িয়ে গেছে। তবুও সেই আগের মতোই দুরন্ত-চঞ্চল আর ছটফটে। বাঁধনহারা উদযাপন আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার আর্লিং হালান্ডকে কোলে নেওয়ার চেষ্টা যেন সেই তরুণ বয়সের কোচ গার্দিওলাকে মনে করায়।

ম্যাচ শেষ হতেই ব্রিটিশ টেলিভিশন বিটি স্পোর্টসের বিশেষজ্ঞ ও প্রাক্তন ইংলিশ ফুটবলার তার কাছে জানতে চান কেমন লাগছে? জোরে শ্বাস ছাড়তে ছাড়তে জবাব দেন, ‘খুব ক্লান্ত। এই চ্যাম্পিয়নস লিগ জেতা এত কষ্টকর!’

তার এই কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফাইনালের আগে যে তাদের জয়ের পাল্লা অনেক ভারী ছিল। মনে হয়েছিল সিটি উড়িয়ে দেবে ইন্তার মিলানকে। ইতালিয়ান ক্লাবটিকে শিরোপা নির্ধারণী ম্যাচে হারাতে যথেষ্ঠ বেগ পেতে হয়েছে তাদেরকে। শেষ পর্যন্ত ১-০ গোলে ইউরোপ সেরার মুকুট জিতে নেয় তারা। যে ফল মন ভরাতে পারেনি খোদ ম্যাচ জয়ের নায়ক রদ্রিকে।

তবে গার্দিওলা ফল নিয়ে ভাবছেন না। তার বিশ্বাস ছিল, শিরোপা জিতবে সিটি। সেটা হয়েছে, তাতেই তিনি খুশি। এই মৌসুমের শিরোপাটা তার দলেই প্রাপ্য দাবি করে বলেন, ‘এটা নিয়তিই ঠিক করে রেখেছিল, আমরা জিতব এবার। পুরো টুর্নামেন্টেই আমরা দারুণ খেলেছি।’

এই মৌসুমটা আসলেই দুর্দান্ত খেলেছে ম্যানসিটি। বিশেষ করে সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা টুর্নামেন্টের অন্যতম সেরা একটি। পুরো মৌসুমটাই তারা দেখিয়েছে চমক। যার ফল হিসেবে তারা জয় করেছে ট্রেবল। প্রিমিয়ার লিগের শিরোপা দিয়ে শুরু, তারপর এফএ কাপ। আর কাল রাতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

গার্দিওলার ভাষ্যমতে এটা মাত্র শুরু। একটা চ্যাম্পিয়নস জিতেই যে থামতে চান না তিনি। আরও ট্রফি জয়ের ক্ষিদে তার। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাই সাবধান করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের আর মাত্র ১৩টা চ্যাম্পিয়নস লিগ লাগবে, মাত্র ১৩, সুতরাং রিয়াল মাদ্রিদ সাবধান, আমরা আসছি। একটু যদি গা ছাড়া দাও, আমরা তোমাদের ধরে ফেলব।’

কথাটা যদিও মজা করেই বলেছেন। তবে একবার যেহেতু জয়ের স্বাদ পেয়ে গেছে সিটি, তাই এটাকে তারাও নিশ্চয়ই অভ্যাসে পরিণত করতে চাইবে। পথ চেনা হয়ে গেলে সেটা আর কঠিন হয় না। ইস্তানবুলে সেই পথ চেনা হয়ে গেছে সিটির।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!