• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তামিম-তাসকিনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন হাথুরুসিংহে


ক্রীড়া ডেস্ক জুন ১৩, ২০২৩, ১২:২৭ পিএম
তামিম-তাসকিনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন হাথুরুসিংহে

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের একাদশে তামিম-তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে দুজনের জন্য অপেক্ষা করবেন কোচ হাথুরুসিংহে। 

মিরপুরে টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে সেটাই জানিয়েছেন হাথুরু। শেরেবাংলা স্টেডিয়ামের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আজ সে অনুশীলন করবে এবং দেখবে কেমন অনুভব করে। আগের দিন অনুশীলনের সময় সে কিছুটা অস্বস্তি বোধ করেছিল। আজও অনুশীলন করবে। অনুশীলন শেষে আমরা তার অবস্থা দেখব।’

চোট থেকে ফেরা পেসার তাসকিন আহমেদকে দলের সঙ্গে রাখা হয়েছে মূলত অনুশীলনের জন্য। যদিও প্রধান কোচ বলেছেন, তাসকিন খেলার জন্য প্রস্তুত, ‘তাসকিন এখন পর্যন্ত দারুণ অনুশীলন করেছে। আমি মনে করি শারীরিকভাবে সে সেরা অবস্থায় আছে। আমরা যদি সিদ্ধান্ত নেই সে খেলবে, তাহলে সে খেলার জন্য প্রস্তুত আছে। খেলা থেকে কোনো কিছুই তাকে থামিয়ে রাখছে না। এখন তার কোনো চোট নেই।’

তাসকিনের চোটের চেয়ে কোচের দুশ্চিন্তাটা বেশি তার বোলিং ওয়ার্কলোড নিয়ে। তাসকিন সবশেষ ম্যাচ খেলেছেন গত ৩১ মার্চ, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। আর সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে। 

এটা মাথায় রেখেই তাসকিনের খেলা নিয়েও নিশ্চিত কিছু বললেন না হাথুরুসিংহে, ‘বোলিং ওয়ার্কলোডটাই দুশ্চিন্তার কারণ। তাকেও আমরা আজকের অনুশীলন শেষে দেখব। এরপর সিদ্ধান্ত নেব।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!