• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ম্যানচেস্টারে ট্রেবল শিরোপা উৎসব সিটির


ক্রীড়া প্রতিবেদক আকাশ খান  জুন ১৩, ২০২৩, ০২:৪৬ পিএম
ম্যানচেস্টারে ট্রেবল শিরোপা উৎসব সিটির

ঢাকা: ১২৯ বছরের ইতিহাসে কখনোই এমন সাফল্য পায়নি ম্যানচেস্টার সিটি। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ও ট্রেবল শিরোপার স্বাদ।

উদযাপনটাও তাই বাঁধভাঙা। পুরো ম্যানচেস্টার শহর সেজেছে আকাশি-নীল রঙে। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে যেন বলছে, এখন সময়টা আমাদের।

শনিবার ইস্তাম্বুলে শিরোপা জয়ের পরপরই নিজ শহরে ফিরেছে পেপ গার্দিওয়ালার দল। সমর্থকদের সঙ্গে শামিল হয়েছে উদযাপনে। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে ম্যানচেস্টার শহরের ডিন্সগেট থেকে রওনা হয়ে প্রিন্সেস স্ট্রিট এবং পোর্টল্যান্ড স্ট্রিটের কোণে এসে শেষ হয়েছে সেই উৎসব। মাঝের সময়টাতে সিটির বাসকে ঘিরে ধরে রঙ ছড়িয়ে আনন্দ করেছে সিটিজেনরা।

এর আগে প্রিমিয়ার লিগ শিরোপা ও এফএ কাপ শিরোপা জিতলেও এমনটি করেনি গার্দিওয়ালার দল। সমর্থকরা এরকম উদযাপনের কথা বলে এলেও তাদের অপেক্ষা করতে বলেছিলেন গার্দিওয়ালা। 

জানিয়েছিলেন, ট্রেবল শিরোপা উঁচিয়ে ধরেই শিরোপা উদযাপনে রাস্তায় নামবে তার দল। সে কথা রেখেছেন গার্দিওয়ালা। দলকে বানিয়েছেন ইউরোপসেরা। সমর্থকরাও এখন ইউরোপের সেরা ক্লাবটির সমর্থক। তাদের জন্যও এটি গর্বের। আর সেই গৌরবের আনন্দেই উৎসবের শহরে পরিণত হয়েছে সমগ্র ম্যানচেস্টার শহর।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!