• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আনুশকা গ্যালারিতে থাকলেই হেরে যায় ভারত!


ক্রীড়া ডেস্ক জুন ১৩, ২০২৩, ০৩:৩৩ পিএম
আনুশকা গ্যালারিতে থাকলেই হেরে যায় ভারত!

ঢাকা: আরো একবার ফাইনালে গিয়েও আক্ষেপের আগুনে পুড়তে হচ্ছে ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ফের তীরে এসে তরী ডুবল ভারতীয়দের। 

এমন হারের পরই শুরু হয় সমালোচনার ঝড়। বিশেষ করে বিরাট কোহলির ব্যর্থতার জন্য তার স্ত্রী আনুশকা শর্মাকেই দায়ী করছেন নিন্দুকেরা। দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করে আউট হন বিরাট। এর পর খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভারত।
 
এদিন দর্শক হিসেবে মাঠে উপস্থিত থাকায় দায়ভার এসে পড়েছে আনুশকার উপরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষ ও ট্রল করা হচ্ছে তাকে।

স্বামী বিরাট কোহলির খেলা দেখতে, তাকে উৎসাহ দিতেই যুক্তরাজ্যে উড়ে গিয়েছিলেন আনুশকা। কিন্তু ভারত হারায় তাকে ‘অপয়া’ অপবাদও শুনতে হচ্ছে। তিনি মাঠে এলেই নাকি ভারত হারে-এমন কথাও বলেছেন নেটিজেনরা।

আনুশকাকে কটাক্ষ করে একজন মন্তব্য করেছেন, ‘আনুশকা যখন স্টেডিয়ামে থাকেন, ভারতের জেতার সম্ভাবনা তখন তো শূন্য!’ আরেকজন মন্তব্য করেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য সবচেয়ে খারাপ ব্যাপার হলো আনুশকা শর্মা।’ 

এক টুইটার ব্যবহারকারীর উপদেশ, ‘আনুশকার বাড়িতেই থাকা উচিত।’ আবার কেউ বলছেন, ‘যখন থেকে এই নারী ক্রিকেট দেখা শুরু করেছেন, ভারত আর আইসিসি টুর্নামেন্ট জেতেনি।’

অবশ্য এমন ঘটনা প্রথমবার নয়। এর আগেও বহুবার কোনো কারণ ছাড়াই ভারতীয় ক্রিকেট দলের ব্যর্থতার জন্য আনুশকাকে আক্রমণ করেছেন নেটিজেনরা।

বিরাট অবশ্য বরাবর পাশে থেকেছেন তার স্ত্রীর। তার দাবি, ‘পরিবারই আমার পৃথিবী। আনুশকা গ্যালারিতে থাকলে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। ভালো লাগে আমার।’

উল্লেখ্য, ২০১৭ সালে বিয়ে করেন আনুশকা-বিরাট।  

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!