• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইবাদত-শরিফুলের তোপের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আফগানিস্তান


ক্রীড়া ডেস্ক জুন ১৫, ২০২৩, ০১:১৭ পিএম
ইবাদত-শরিফুলের তোপের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আফগানিস্তান

ঢাকা: শরিফুল-এবাদতের বোলিংয়ে একশ রানের অনেক আগেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানিস্তান। ৩ উইকেটে ৩৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল আফগানিস্তান। বিরতি শেষে আরো এক উইকেট হারিয়েছে সফরকারীরা।

শরীফুল ইসলামের অফ স্টাম্পঘেঁষা লাইন, লেংথ থেকে আবারও বাড়তি বাউন্স। আফগানিস্তান অধিনায়ক ‘স্কয়ারড-আপ’ হয়ে গেছেন, ক্যাচ উঠেছে স্লিপ কর্ডনে। ঠিক সময়ে লাফ দিয়ে ভালো ক্যাচ নিয়েছেন চতুর্থ স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজ। উইকেট হয়ে দাঁড়িয়েছিল সময়ের অপেক্ষা, সেটিরই দেখা পেল বাংলাদেশ। ৫১ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান।

পঞ্চম উইকেটে জুটি গড়ার চেষ্টায় জামাল আর আফসার। আফগানদের স্কোর ৪ উইকেট হারিয়ে ৭৭। 

এর আগে গতকালের ব্যাটিংয়ের পর আরও বড় স্কোরের আশা করা হলেও স্বাগতিকেরা থামে আগেভাগেই। এ উইকেটে পেসারদের জন্য সহায়তা আছে, এখন বলতেই হবে। দ্বিতীয় নতুন বলে আফগান পেসাররা সফল হয়েছেন, এরপর তো বাংলাদেশ পেসাররাও হলেন। তবে আরও সব উইকেটের মতো লাইন-লেংথ এখানে মূল ব্যাপার, সেটিই আজ ঠিক করতে পেরেছেন দুই দলের পেসাররা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!