ঢাকা: ৬৬২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ১১৫ রানে থেমেছে সফরকারীরা। ফলে ৫৪৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। শুধু রানের হিসেবে টেস্টে এর চেয়ে বড় জয় আছে মাত্র দুটি।
তাসকিন ৫ উইকেট পেলেন না। তার বলে আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হয়ে গেছেন জহির খান। বাংলাদেশ মিরপুর টেস্ট জিতেছে ৫৪৬ রানে। শুধু রানের হিসেবে টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয় এটি কোনো দলের।
গত দিনের ২ উইকেটে ৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৮ উইকেট। আফগান কোচ জোনাথন ট্রট বলেছিলেন, বাকি দুইদিনই ব্যাট করার চেষ্টা করবে তারা। কিন্তু ৬ সেশন ব্যাট করা তো দূরের কথা। মাত্র এক সেশনেই গুটিয়ে গেছে সফরকারীরা।
১৪তম ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের ওপর গুড লেন্থে রেখেছিলেন এবাদত হোসেন। সেখানে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন নাসির জামাল।
এরপর পাঁচে নেমে সুবিধা করতে পারেননি আফসার জাজাইও। ৬ রান করা এই উইকেটকিপার ব্যাটারকে ১৯তম ওভারের ১ম বলে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসার বাড়তি বাউন্স আর গতিতে রীতিমতো ভয়ঙ্কর হয়ে ওঠেন।
নিজের পরের ওভারে আরও একবার আফগান শিবিরে শরিফুলের আঘাত। এবার তার শিকার বাহির শাহ। ২১তম ওভারের ৫ম বলটি শর্ট লেন্থে করেছিলেন শরিফুল, সেখানে আউটসাইড এজে তাইজুলের হাতে ধরা পড়েন অভিষিক্ত এই ব্যাটার।
শেষদিকে রহমত শাহ-করিমা জানাতরাও সুবিধা করতে পারেননি। বাংলাদেশের পেসারদের তোপের মুখে রীতিমতো বিধ্বস্ত ব্যাটাররা। তাতে দ্বিতীয় ইনিংসে তারা থেমেছে ১১৫ রানে।
বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করে ইনিংস সেরা বোলার তাসকিন। দুই ইনিংসে মিলিয়ে নামের পাশে ৫টি করে উইকেট যোগ করেছেন শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।
সোনালীনিউজ/এআর