Menu
ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের দলে ফিরেছেন সাকিব।
তবে বড় চমক হল দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ, ব্যাটসম্যান আফিফ হোসেন। চোট কাটিয়ে একমাত্র টেস্টে খেলা পেসার তাসকিন আহমেদও ফিরেছেন ওয়ানডে দলে।
২০২১ সালের মে মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাঈম, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল গত বছরের আগস্টে। আর আফিফ এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বাদ পড়েন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে হওয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
আগামী ৫-১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
সোনালীনিউজ/এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT