• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৌদি আরব থেকে যেসব সুবিধা পান মেসি


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০২৩, ০১:৩৬ পিএম
সৌদি আরব থেকে যেসব সুবিধা পান মেসি

মে মাসে পরিবার নিয়ে সৌদি আরব ভ্রমণে যান দেশটির পর্যটনদূত লিওনেল মেসি। ছবি: ইনস্টাগ্রাম

ঢাকা : সৌদি আরবের ক্লাব আল হিলাল মোটা অংকের প্রলোভন দেখিয়েছিল লিওনেল মেসিকে। কিন্তু তাতে সাড়া দেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পিএসজি ছেড়ে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে আরবের দেশটিতে ফুটবল খেলতে না গেলেও তিনি সেখানকার পর্যটনদূত হিসেবে কাজ করছেন। সেই চুক্তিটা কত দিনের, কী পরিমাণ অর্থ পাচ্ছেন সেটা গোপনই ছিল এতদিন।

তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস মেসি-সৌদি আরব চুক্তির গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র হাতে পেয়েছে। মেসি-সৌদি আরব চুক্তির বিষয়ে সরাসরি অবগত—এমন একজনের কাছ থেকে নথিটি পাওয়া গেছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সেখানে এই চুক্তির যে অঙ্কের কথা উল্লেখ আছে, তা আল হিলালে খেলার জন্য মেসিকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার তুলনায় কমই।

যদিও এই চুক্তির অধীনে মেসির দায়িত্বও খুব বেশি নয়। কয়েকটি বাণিজ্যিক অনুষ্ঠানে উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট এবং পরিবার নিয়ে দেশটিতে ভ্রমণ। গুরুত্বপূর্ণ শর্তটি হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশটির সম্মানহানি করে—এমন কোনো মন্তব্য মেসি করতে পারবেন না।

চুক্তি অনুসারে তিন বছরের বেশি সময়ে আড়াই কোটি মার্কিন ডলারের মতো পাবেন মেসি, যা বাংলাদেশি মুদ্রায় পৌনে ৩০০ কোটি টাকার কাছাকাছি। মেসির ব্যবস্থাপক দল ও সৌদি কর্তৃপক্ষের চুক্তিতে মধ্যস্থতা করেন সাবেক ফুটবলার ও ব্যবসায়ী রায়কো গার্সিয়া ক্যাবরেরা। নিউইয়র্ক টাইমসের সঙ্গে আলাপে মেসি-সৌদি চুক্তির অর্থের অঙ্ক ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমাকে দেওয়া অর্থের তুলনায় ‘খুবই কম’ উল্লেখ করেন তিনি। সঙ্গে যোগ করেন, ‘মেসি বড় অঙ্কের অর্থ না চাওয়ায় আমি বিস্মিত হয়েছিলাম।’

গত মে মাসে সৌদি আরবে মেসির পারিবারিক সফর বেশ আলোচিত ছিল। পিএসজির অনুমতি না নিয়ে সেখানে যাওয়ায় ক্লাব তাকে দুই সপ্তাহর জন্য নিষিদ্ধ করে। পরে সেটা কমিয়ে আনা হয়। মেসি এক ভিডিও বার্তায় পিএসজি সমর্থকদের কাছে ভুল শিকার করে দুঃখ প্রকাশ করেছেন। সেখানে জানিয়েছেন, সফরটি তার কাছে কেন এত গুরুত্বপূর্ণ।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনা-রিয়াল বেতিস ম্যাচের কারণে সৌদি আরবে যেতে পারেননি। দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিবকে লেখা এক চিঠিতে তিনি তাই দুঃখ প্রকাশ করেন। এর কয়েক সপ্তাহ আগেই পর্যটনদূতের চুক্তিটি কার্যকর হয়।

মেসি-সৌদি আরব চুক্তির উল্লেখযোগ্য বিষয়

# বছরে ন্যূনতম একবার পাঁচ দিনের পারিবারিক সফর করতে হবে অথবা তিন দিনের দুটি সফর করতে হবে। এই সফরের ভ্রমণ ব্যয় ও পাঁচ তারকা হোটেলের আবাসনব্যবস্থার খরচ দেবে সৌদি সরকার। মেসির সঙ্গে পরিবার ও বন্ধুবান্ধব মিলে সর্বোচ্চ ২০ জনের খরচ বহন করবে সৌদি আরব। এর বিনিময়ে দেওয়া হবে প্রায় ২০ লাখ মার্কিন ডলার।

# সামাজিক যোগাযোগমাধ্যমে বছরে ১০ বার সৌদি আরবের প্রচারণা চালাতে হবে, এটা অবকাশ যাপনকেন্দ্রিক প্রচারণার চেয়ে আলাদা থাকবে। বিনিময়ে দেওয়া হবে ২০ লাখ মার্কিন ডলার।

# সৌদি আরবে বার্ষিক পর্যটন প্রচারণায় অংশগ্রহণের জন্য দেওয়া হবে আরও ২০ লাখ মার্কিন ডলার।

# দাতব্য কাজ ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিতির জন্য দেওয়া হবে ২০ লাখ মার্কিন ডলার।

এ ছাড়া সৌদি আরবের প্রচারণাসংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দেশটির অনুমোদন করা হ্যাশট্যাগের কথাও বলা হয়েছে চুক্তিতে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!