ঢাকা: সৌদি ক্লাবের এক শ কোটি ডলারের বেশি পারিশ্রমিক মেসিকে টানেনি। ইউরোপে খেললে শুধু বার্সাতেই খেলতেন, কিন্তু সেটাও আলোর মুখ না দেখায় মায়ামিকেই নতুন ঠিকানা বানিয়েছেন আর্জেন্টাইন তারকা।
পরিবারকে আরও বেশি সময় দিতে, সন্তানদের ভবিষ্যৎ ও চাপহীন ফুটবল খেলে ক্যারিয়ারের শেষটা ফুরফুরে মেজাজে কাটাতে চান ৩৫ বছর বয়সী মেসি। এমএসএলের দলবদলের দরজা খুলবে ৫ জুলাই। এরপরই দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হবে।
মেসি নর্থ আমেরিকার ক্লাবটিতে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের সেরা ঘটনা হতে যাচ্ছে বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম। তবে ঐতিহাসিক ওই চুক্তির বেতন-ভাতা, সুযোগ-সুবিধা নিয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
সংবাদ মাধ্যম স্পোর্টিকোর মতে, ডেভিড ব্যাকহামের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছেন মেসি। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ঐচ্ছিক শর্তও থাকবে। এই আড়াই বছরে মেসি ক্লাব থেকে বেতন ও সাইনিং বোনাস বাবদ ১৫০ মিলিয়ন ইউএস ডলার পাবেন। বাংলাদেশি টাকায় যা এক হাজার কোটি টাকার উপরে। তবে এতেই শেষ নয়।
তিনি অ্যাপল, এডিডাস ও ফ্যানাটিকস থেকে রেভিনিউ শেয়ার পাবেন। তবে সেটা কত হতে পারে ধারণা দেয়নি স্পোর্টিকো। বিষয়টি নিয়ে এখনও কাজ চলছে বলে জানিয়েছে তারা। মেসির ইন্টার মায়ামিতে চুক্তির ওটাই সবচেয়ে আকর্ষণীয় দিক বলেও মনে করা হচ্ছে। চুক্তিতে অবসরের পর ইন্টার মায়ামির অংশীদার হওয়ার সুযোগও থাকবে।
সোনালীনিউজ/এআর