• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ওয়ানডে সিরিজ কঠিন হবে: তাসকিন


ক্রীড়া ডেস্ক জুন ২০, ২০২৩, ০২:৩৯ পিএম
ওয়ানডে সিরিজ কঠিন হবে: তাসকিন

ঢাকা: আফগানিস্তানকে টেস্টে উড়িয়ে দিলেও ওয়ানডে সিরিজ যে কঠিন হবে সেই বার্তা দিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। 

তবে টাইগার পেসার তাসকিন আহমেদ বলছেন আসন্ন এই সিরিজ সহজ হবে না। গতকাল (১৯ জুন) একটি কর্পোরেট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তাসকিন।

বাংলাদেশের পেস আক্রমণের প্রধান এই তারকা বলছিলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জিং হবে। সহজ হবে না। আর টেস্টের আগে থেকেই আল্লাহর রহমতে সবাই প্রস্তুতি নিচ্ছিল। পরশুদিন (২১ জুন) থেকে অনুশীলন শুরু হচ্ছে আবার। সবমিলিয়ে সবারই প্রস্তুতি ভালো থাকবে। আমরাও ভালো কিছুর ব্যাপারে আশাবাদী। তবে নিশ্চিত এটি সহজ হবে না।’

পরবর্তী সিরিজ নিয়ে বলছিলেন, ‘শেষ ম্যাচটা আসলে অতীত হয়ে গেছে। পরের ম্যাচটা আবার শুরু হবে প্রথম বল থেকে। সাধারণত চট্টগ্রামে বেশ স্পোর্টিং ও ব্যাটিং-বান্ধব উইকেট হয়ে থাকে। আল্লাহর রহমতে পেসাররা উন্নতি করছে। কিন্তু তবুও নতুন করে শুরু করতে হবে ওই ম্যাচটার জন্য নির্দিষ্ট করে।’

এভাবে ক্রমান্বয়ে এশিয়া ও বিশ্বকাপের প্রতি মনোযোগী হতে চান তাসকিন, ‘সেরাটা দিয়ে ফলাফল বের করে আনতে হবে। আমরা সবাই আশাবাদী, এভাবে উন্নতির ধারাবাহিকতা থাকলে সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপ আছে। সবকিছু পর্যায়ক্রমে তৈরি হবে। ভালো কিছু হবে ইনশাল্লাহ।’
 
সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!