ঢাকা : দীর্ঘ ১৪ বছর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে শেষ চারে জামাল ভূঁইয়াদের দিতে হবে বেশ বড় পরীক্ষা। যেখানে তাদের প্রতিপক্ষ অতিথি দল হিসেবে আসরে অংশ নেওয়া কুয়েত। যাদের রয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বুধবার ভুটনাকে ৩-১ গোলে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে হাভিয়ের কাববেরার দল।
ফলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে তাদের।
১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে খেলা কুয়েত তিন খেলার দুটিতে জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সাফের গ্রুপ পর্ব শেষ করেছে। তাদের সমান পয়েন্ট নিয়েও ভারত গ্রুপে রানার্সআপ হয় কুয়েতের চেয়ে এক গোল কম করায়।
এবারের সাফের দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ১ জুলাই। প্রথম সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে লেবানন ও ভারত।
আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :