• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফিফা থেকে ঈদ উপহার পেল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক জুন ৩০, ২০২৩, ১২:১৫ পিএম
ফিফা থেকে ঈদ উপহার পেল বাংলাদেশ

ঢাকা : ভুটানের বিপক্ষে একটা ম্যাচ জয় যেন বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবলের চিত্র। 

সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার (২৮ জুন) ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এতে, ১৪ বছর পর আবারও সাফের শেষ চার নিশ্চিত হলো হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

ভুটানকে হারানোর আগে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও ৩-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দুটো ম্যাচেই পিছিয়ে থেকে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে বাংলাদেশকে দেখা গেছে প্রচণ্ড আত্মবিশ্বাসী।

টানা দুই জয়ে ফিফা ‍র‍্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। আজ বৃহস্পতিবার (২৯ জুন) ফিফার সর্বশেষ হালনাগাদকৃত পুরুষ র‍্যাঙ্কিয়ে জায়গার পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে জামালদের। ফিফা র‍্যাঙ্কিয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। এখনও সেখানেই আছে।

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৮৩.৮৮। সাফের গ্রুপপর্ব শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৮৯.৫০। অর্থাৎ, বেড়েছে ৫.৬২ রেটিং পয়েন্ট।

ঈদের দিনে বাংলাদেশ ফুটবল দলের জন্য এটি নিঃসন্দেহে দারুণ খবর। তারা যেমন দেশকে চমৎকার জয়ে সুন্দর একটি ঈদ উপহার দিয়েছেন, তেমনি বাড়তি রেটিং পয়েন্টকে নিজেরা উপহার হিসেবে দেখলে দোষের কিছু নেই। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিয়ে এক নম্বরে আছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!