• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পূর্ণশক্তির দল নিয়ে আগামীকাল  ঢাকায় আসছে আফগানিস্তান


ক্রীড়া ডেস্ক জুন ৩০, ২০২৩, ১২:৩৪ পিএম
পূর্ণশক্তির দল নিয়ে আগামীকাল  ঢাকায় আসছে আফগানিস্তান

ঢাকা : সম্প্রতি টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে গেছে আফগানিস্তান জাতীয় টেস্ট  দলের বহর। ওয়ানডে সিরিজের আগে আবার বাংলাদেশে আসবে রাশেদ নবীরা। আর দেরি নয়। 

শনিবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এমিরেটসের ফ্লাইটে আরব আমিরাত থেকে  ঢাকায় এসে পৌঁছাবেন রশিদ, নবি, মুজিব ফারুকীরা।

ওইদিন মানে শনিবার রাতের ফ্লাইটেই ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাবে আফগানিস্তান ওয়ানডে ও টি২০দল। আগামী ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। সে উপলক্ষে ১ জুলাই সকাল ১০টার দিকে চট্টগ্রামে চলে যাবে টিম বাংলাদেশের বহর।

এর আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ছিলেন না রশিদ খান। তাকে ছাড়া খেলতে নেমে টাইগারদের কাছে রীতিমতো নাকাল হয়েছে আফগানরা। ৫৪৬ রানের রেকর্ডজয়ে আফগানিস্তানকে শক্তিমত্তা দেখিয়েছে লিটন দাসের দল।

এবার ওয়ানডে সিরিজে আর কোনো ঝুঁকি নিতে চায় না আফগানিস্তান। বিশ্রামে থাকা রশিদ খানকে দলে ফিরিয়েছে তারা। মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের নিয়ে শক্তিশালী দল নিয়েই আসছে আফগানরা।

আফগানিস্তানের সম্ভাব্য ওয়ানডে দলঃ হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি, আবদুল রহমান, ইজহারুলহক নাভেদ, শহিদুল্লাহ, জিয়া-উর-রেহমান, ওয়াফাদার মোমন্দ, মোহাম্মদ সালিম, সায়েদ শিরজাদ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!