• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রখ্যাত পাকিস্তানি খেলোয়াড়ের আত্মহত্যা


ক্রীড়া ডেস্ক জুন ৩০, ২০২৩, ১২:৪২ পিএম
প্রখ্যাত পাকিস্তানি খেলোয়াড়ের আত্মহত্যা

ঢাকা : প্রখ্যাত পাকিস্তানি স্নুকার খেলোয়াড় মাজিদ আলি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) তিনি পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের কাছে সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, করাত দিয়ে আত্মহত্যা করেছেন মাজিদ। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় হতাশায় ভুগছিলেন। এশিয়ান অনুর্ধ্ব ২১ স্নুকার টুর্নামেন্টে রৌপ্য পদক জিতেছিলেন মাজিদ। এছাড়া পাকিস্তানের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশগ্রহণ করেছেন তিনি।

মাজিদের ভাই জানান, কিশোর বয়স থেকে হতাশায় ভুগছিলেন তাঁর ভাই।

গত এক মাসে পাকিস্তানে দুজন আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হলো। সম্প্রতি দেশটিতে মুহাম্মাদ বিলাল নামের আরেক স্নুকার খেলোয়াড় হার্ট অ্যাটাকে মারা যান।

মাজিদের মৃত্যু ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের বিলিয়ার্ড ও স্নুকার বোর্ডের চেয়ারম্যাম আলমগীর শেখ। তাঁর দাবি, মাজিদের কোনো অর্থনৈতিক সংকট ছিল না।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!