• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বেলজিয়ামে ক্লাব কিনতে যাচ্ছেন কন্তে


ক্রীড়া ডেস্ক জুন ৩০, ২০২৩, ০৩:২৭ পিএম
বেলজিয়ামে ক্লাব কিনতে যাচ্ছেন কন্তে

ঢাকা: সম্প্রতি ইংলিশ ক্লাব চেলসির সাথে ৫ বছরের সম্পর্ক শেষ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন এনগোলো কন্তে। সৌদি প্রফেশনাল লিগের দল আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা।

এখনও খেলোয়াড়ি জীবন চালিয়ে নিয়ে যাওয়া কন্তে এবার নিজে এক ক্লাবের মালিক হতে যাচ্ছেন বলে ইঙ্গিত করা যাচ্ছে । বেলজিয়ামে একটি ফুটবল ক্লাব কিনছেন এই তারকা মিডফিল্ডার। ‘রয়্যাল এক্সেলসর ভির্তো’ (আর ই ভির্তো) নামের সেই ক্লাব বেলজিয়ামের তৃতীয় বিভাগের লিগে খেলে।

৩২ বছর বয়সী কন্তে আনুষ্ঠানিকভাবে শনিবারই ক্লাবের মালিক হয়ে যাবেন। কন্তে ক্লাবটি কিনতে যাচ্ছেন লুক্সেমবার্গের ব্যবসায়ী ফ্ল্যাভিও বেকারের কাছ থেকে। 

লুক্সেমবার্গ সীমান্তের একেবারে কাছাকাছিই অবস্থান ক্লাবটির। ঠিক কত মূল্য দিয়ে ক্লাবটি কিনছেন কন্তে, সেই ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে কন্তের মতো মালিক পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটি।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘কন্তের মতো একজনকে কর্ণধার হিসেবে পেয়ে ক্লাবের পূর্বের মালিকপক্ষ বেশ উচ্ছ্বসিত। এনগোলো কন্তের মতো একজন, যিনি কিনা শুধু দুর্দান্ত একজন ফুটবলারই নন বরং, ফুটবলীয় মানের বাইরেও বিশ্বজুড়ে পরিচিত তার মানবিক গুণাবলির জন্য। তাঁর কাছে ক্লাবের দায়িত্ব দিতে পেরে ফ্ল্যাভিও (সাবেক মালিক) অবশ্যই খুব খুশি।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!