ঢাকা: ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর লিভারপুল ছাড়ার পর নতুন গন্তব্য হিসেবে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে নাম শুনা যাচ্ছিল।
তবে তিনি ইউরোপিয়ান কোন দলে আর নাম লেখাচ্ছেন না, যোগ দিচ্ছেন সৌদি ক্লাব আল আহলিতে। কাগজপত্রে চুক্তি সাক্ষরিত না হলেও মৌখিকভাবে সম্মতি দিয়েছেন এই ব্রাজিল ফরোয়ার্ড।
শুক্রবার দলবদলের বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ফুটবলের বড় তারকাদের মধ্যে সৌদি ক্লাবে সর্বপ্রথম নাম লেখিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর করিম বেনজেমা, কালিদু কৌলিবালি, এন’গোলো কান্তে এবং রুবেন নেভেসের মতো মহাতারকারা নাম লেখিয়েছেন মধ্যপ্রাচের দেশটিতে। এসব বড় তারকাদের নামের পর ব্রাজিলিয়ান হিসেবে সব থেকে বড় তারকা ফিরমিনহো সৌদি ক্লাবে যোগ দিতে চলছে।
সোনালীনিউজ/এআর