• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো আফগানিস্তান


ক্রীড়া ডেস্ক জুলাই ২, ২০২৩, ০৫:৪৮ পিএম
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো আফগানিস্তান

ঢাকা : তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান। 

শনিবার (১ জুলাই) ঢাকায় পা রাখে তারা। রাতেই ম্যাচ ভেন্যু চট্টগ্রামে চলে যায় পুরো দল।

রোববার (২ জুলাই) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে সফরকারিরা। যেখানে অধিনায়ক হিসেবে ফিরেছেন লেগ স্পিনার রশিদ খান। যিনি কিনা অনুপস্থিত ছিলেন টেস্ট ম্যাচে।

১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবীর মতো তারকা ক্রিকেটাররাও। এছাড়াও দলে জায়গা পেয়েছেন আইপিএল মাতানো স্পিনার নূর আহমদ। আইপিএলে কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়ানো নাভিন উল হক এবং সানরাইজার্স হায়দরাবাদের পেসার ফজল হক ফারুকিও থাকছেন স্কোয়াডে।

এছাড়াও প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তরুণ পেসার ওয়াফাদার মোমান্দ। ২৩ বছর বয়সী পেসার লাল বলে দু’বার দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও সাদা বলের সিরিজে এবারই প্রথম। দুই টেস্টে দুটি উইকেট নিয়েছেন ওয়াফাদার।

আফগানিস্তান স্কোয়াডঃ রহমানুল্লাহ গুরবাজ, হজরাতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সেদিক আতাল, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমদ মালিক, নুর আহমদ ও মুজিব উর রহমান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!