• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ


স্পোর্টস ডেস্ক জুলাই ২, ২০২৩, ০৯:৪০ পিএম
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই। আর এবারের সিরিজও দেখা যাবে অনলাইন থেকে টিকিট কিনে। যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

পশ্চিম গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা ও পূর্ব গ্যালারির টিকিট কেনা যাবে ৩০০ টাকায়। ক্লাবহাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা এবং সবচেয়ে দামি রুফটপ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা। 

বিসিবির ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডটকমে পাওয়া যাবে ম্যাচের টিকিট। 

এছাড়া চট্টগ্রাম নগরের সাগরিকার বিটাক মোড় ও এম এ আজিজ স্টেডিয়ামের বুথ থেকেও টিকিট কিনতে পারবেন দর্শকরা। ওয়ানডে সিরিজের প্রতি ম্যাচের দুই দিন আগে থেকে বিক্রি করা হবে টিকিট। বুথে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। পর্যাপ্ত টিকিট থাকলে ম্যাচের দিনও বিক্রি করা হতে পারে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!