ঢাকা : জাতীয় দলে নিয়মিত হতে পারেন না। পারফর্ম করেও দলে জায়গা পান না। ইমরুল কায়েস এবার তাই মনযোগ দিচ্ছেন কোচিংয়ে। নিজের এলাকায় করেছেন ক্রিকেট একাডেমি। এবার সম্পন্ন করলেন কোচিং কোর্স।
জাতীয় দলের ব্যস্ততা না থাকায় অভিজ্ঞ এই ক্রিকেটার বিদেশের স্থানীয় বিভিন্ন লিগে খেলছেন নিয়মিতই। ক্রিকেট খেলার পাশাপাশি এবার তিনি কোচিং কোর্সও করেছেন।
ক্রিকেট কোচদের লেভের দুইয়ের কোচিং কোর্স সম্পন্ন করেছেন বিদেশে। এবার আগামির তারকা গড়ায় নজর দেবেন এই ক্রিকেটার। যদিও তিনি এখনো অবসর নেননি। নিয়মিতই খেলছেন ঘরোয়া ক্রিকেটে।
বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপাও জিতিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জাতীয় দলে নিয়মিত সুযোগ পান না। এবার তাই ক্রিকেট কোচিংয়েই যে তিনি পুরো মনযোগ দিচ্ছেন সেটা বুঝাই যাচ্ছে।
সোনালীনিউজ/এমটিআই