• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মার্টিনেজের সঙ্গে দেখা করলেন মাশরাফি


ক্রীড়া ডেস্ক জুলাই ৩, ২০২৩, ১২:১৪ পিএম
মার্টিনেজের সঙ্গে দেখা করলেন মাশরাফি

ঢাকা : ভোর ৫ টা ১০ মিনিটে  বাংলাদেশে পৌঁছান আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। প্রায় ৩৬ ঘন্টা ভ্রমণ করে এসে হোটেল মাত্র ঘন্টা তিনেক বিশ্রাম। এরপর আবার বেরিয়ে পড়লেন। 

মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছে। 

মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি। মার্টিনেজের সঙ্গে কি আলোচনা হলো এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেননি। নেক্সট ভেঞ্চারে কাটানো কিছু চিত্র ও নেওয়া সাক্ষাৎকার গণমাধ্যমে সরবারহ করার কথা। 

মার্টিনেজ নেক্সট ভেঞ্চারে আসার কথা ছিল এগারোটার দিকে। এর দেড় ঘন্টা আগেই তিনি এখানে এসেছেন। পৌনে এক ঘন্টা সময় কাটিয়ে চলে গেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কোভিড টেস্ট প্রয়োজন। সেই পরীক্ষা করাতেই সুচিতে খানিকটা রদবদল৷

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!