• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সেরা দশ দামি গোলরক্ষকের তালিকায় নেই মার্টিনেজ


ক্রীড়া ডেস্ক জুলাই ৪, ২০২৩, ১২:৪৮ পিএম
সেরা দশ দামি গোলরক্ষকের তালিকায় নেই মার্টিনেজ

ঢাকা : ফুটবলভিত্তিক ট্রান্সফার মার্কেটের সবশেষ তথ্য অনুযায়ী ক্লাব ফুটবলের সবচেয়ে দামি দশ গোলরক্ষকের তালিকায় জায়গা হয়নি অ্যাস্টন ভিলার হয়ে খেলা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজর। তবে ব্রাজিলিয়ান দুই গোলরক্ষক লিভারপুলের হয়ে খেলা এলিসন বেকার ও ম্যানচেস্টার সিটির এডারসন জায়গা করে নিয়ে দামি গোলরক্ষকের তালিকায়।

ট্রান্সফার মার্কেটের প্রকাশিত তালিকায় বর্তমানে ক্লাব ফুটবলের সবচেয়ে দামি গোলরক্ষক পর্তুগালের কস্তা। এফসি পোর্তোর হয়ে খেলা এই গোলরক্ষকের দাম ৪৫ মিলিয়ন ইউরো।

কস্তার সমপরিমাণ মূল্য নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথক্রমে পিএসজির গোলরক্ষক দোন্নারুম্মা, এসি মিলানের মাইগনান ও রিয়াল মাদ্রিদের কর্তোয়া।

৪০ মিলিয়ন ইউরোতে তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছেন যথাক্রমে আর্সেনালের গোলরক্ষক রামসডালে ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। আর ৩৫ মিলিয়ন ইউরোতে বর্তমানে সময়ের সবচেয়ে দামি গোলরক্ষকের তালিকায় দশম স্থানে রয়েছে আরেক ব্রাজিলিয়ান ব্রাজিলের এলিসন বেকার। ৩০ বছর বয়সী এই গোলরক্ষক খেলছেন লিভারপুলে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!