• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

তামিম ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিসিবি 


ক্রীড়া ডেস্ক জুলাই ৬, ২০২৩, ০৫:১০ পিএম
তামিম ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিসিবি 

ঢাকা: তামিম ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১০টায় বৈঠকে বসবে বিসিবির কর্মকর্তারা। 

এর আগে তামিমের এমন সিদ্ধান্ত নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বোর্ড পরিচালক বলেন, ‘তামিমের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’

জালালের মতে, তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন। বোর্ড থেকে তামিমকে সিদ্ধান্ত বদলের জন্য কোনো অনুরোধ জানানো হবে কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!