• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

তামিমের অবসর নিয়ে যা বলল আইসিসি


ক্রীড়া ডেস্ক জুলাই ৬, ২০২৩, ০৬:৪২ পিএম
তামিমের অবসর নিয়ে যা বলল আইসিসি

ঢাকা: নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন তামিম ইকবাল। চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলন ডেকে বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে এবং সেটি কার্যকর আজ থেকেই। তার মানে চলতি আফগানিস্তান সিরিজের বাকি দুই ওয়ানডেতেও তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

হঠাৎ করে তামিমের এমন সিদ্ধান্ত ভক্ত-সমর্থকদের পাশাপাশি মানতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তার এমন বিদায়ে ব্যথিত খোদ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিও। তামিম ইকবালের অবসরের ঘোষণা বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলে অভিহিত করেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১৩তম আসরের আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তামিম। বাংলাদেশের নিয়মিত খেলোয়াড় তিনি। তার হঠাৎ চলে যাওয়া জাতীয় দলের জন্য ধাক্কা।

আইসিসির প্রতিবেদনের সঙ্গে ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিমের সেঞ্চুরির ব্যাটিংয়ের ভিডিওটি আপলোড করে।

উল্লেখ্য, ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন। ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ওয়ানডে খেলেছেন বাঁ-হাতি এই ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ৭৮টি টি-২০ খেলেছেন তিনি।

গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেন ৩৪ বছর বয়সী তামিম। গত এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!