• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তামিমের অনুপুস্থিতিতে অধিনায়ক লিটন


নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০২৩, ১২:৩৫ পিএম
তামিমের অনুপুস্থিতিতে অধিনায়ক লিটন

ঢাকা: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের মাঝপথেই আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। এ অবস্থায় সিরিজের পরবর্তী দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। 

শুক্রবার (৭ জুলাই) দুপুরে এক বিবৃতিতে আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ওয়ানডের জন্য লিটনকে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

এ নিয়ে দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন ওয়ানডে অধিনায়কত্ব পেলেন লিটন ৷ গত বছরের ডিসেম্বরে কুঁচকির চোটে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তামিম। ওই সিরিজে প্রথমবার ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন লিটন। তিনি তখন পেয়েছিলেন সাফল্যও। তার নেতৃত্বে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!