ঢাকা: হুট করে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার মাশরাফি বিন মর্তুজা নিজ উদ্যোগে তাকে নিয়ে গণভবনে গেছেন।
মাশরাফি ও তামিম গণভবনে যাওয়ার পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে সেখানে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি।
এর আগে গতকাল বোর্ড মিটিং শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন তার জন্য অপেক্ষা করবে বোর্ড।
তামিম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ কারও সঙ্গে যোগাযোগ না করলেও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে দেখা করেছেন। জানা গেছে প্রধানমন্ত্রী তার সঙ্গে তার অবসরের বিষয় নিয়ে কথা বলবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তামিম ইকবাল।
সোনালীনিউজ/এআর