• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত বদলে ক্রিকেটে ফিরছেন তামিম


ক্রীড়া ডেস্ক জুলাই ৭, ২০২৩, ০৬:০৭ পিএম
প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত বদলে ক্রিকেটে ফিরছেন তামিম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

অর্থাৎ অবসরের সিদ্ধান্ত নেওয়ার একদিন পরই আবারো ক্রিকেটে ফিরছেন দেশ সেরা এই ওপেনার। তবে আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। ফিরবেন এশিয়া কাপে।

চট্টগ্রামে গতকাল সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। আজ তাকে ডেকেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুর বেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। 

কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!