• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিরিজ হেরে মিরাজ বললেন, ‘ভালোই হয়েছে’


ক্রীড়া ডেস্ক জুলাই ৯, ২০২৩, ১০:৫২ এএম
সিরিজ হেরে মিরাজ বললেন, ‘ভালোই হয়েছে’

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। রানের হিসাবে আফগানদের কাছে এটি সবচেয়ে বড় হার বাংলাদেশের।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ইউনিটেই হতশ্রী পারফরম্যান্সের কারণে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তাই তো ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, ‘ভালোই হয়েছে’।

এই অলরাউন্ডার বলেন, ‘একটি জিনিস ভালো হয়েছে যে আমাদের কিন্তু সুযোগ আছে। এই সিরিজ হারায় একটি দিক থেকে ভালোই হয়েছে। আমরা হয়তো হেরেছি। তবে আমাদের কোথায় ঘাটতি আছে, কোথায় উন্নতি করতে হবে, সেসব নিয়ে এখন কাজ করতে পারবো।’

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে হবে এশিয়া কাপের আসর। তার আগে নিজেদের ঘাটতি নিয়ে কাজ করার জন্য তাই যথেষ্ট সময়ও আছে বলে মনে করছেন মিরাজ।

তার ভাষায়, ‘যেহেতু বিশ্বকাপ ও এশিয়া কাপে ওদের (আফগানিস্তান) সঙ্গেই খেলা আছে, সেখানে ওদের বিপক্ষে ব্যাটাররা কিভাবে খেলবো, কী পরিকল্পনা সাজাবো, কোন বোলারকে টার্গেট করবো বা কীভাবে আমরা বোলিং করে ওদের ব্যাটারদের থামাতে পারি, এই পরিকল্পনাগুলো করতে পারবো। বিশ্বকাপের আগে তিন মাস ও এশিয়া কাপের আগে দেড় মাস আছে। এই সময়ে প্রত্যেক ক্রিকেটার ব্যক্তিগতভাবে পরিকল্পনা করতে পারবে। সময় যখন আছে, তখন এটি আমাদের জন্য ভালোই হবে।’

দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের হারে বাংলাদেশ সিরিজে ২-০ তে পিছিয়ে গেছে বলে যে খারাপ দল হয়ে গেছে, তাও মানতে নারাজ এই অলরাউন্ডার। তিনি বলছিলেন, ‘আমি তো বললাম, এই সিরিজ হারা মানে আমরা খারাপ দল না। আমরা ৩-৪ বছর ধরে যেমন খেলছি, আমাদের রেকর্ডই সে কথা বলবে। আমরা যে এখন (বিশ্বকাপ) সুপার লিগে সেরা চার দলের মধ্যে আছি, তা কিন্তু বড় বড় দলগুলোকে হারিয়েই। দুয়েকটি সিরিজ খারাপ হতেই পারে। সময়টা (বিশ্বকাপের আগে) আমাদের কাজে লাগাতে হবে।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!