• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক  জুলাই ১১, ২০২৩, ০৭:৪১ পিএম
দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে লিটন কুমারের দল। এর আগে দুই ম্যাচ হেরে সিরিজ হারালেও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতেব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। 

শুরুথেকেই টাইগার পেসারদের তোপের মুখে পড়ে আফগান ব্যাটাররা। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া আফগান দুই ব্যাটার গুরবাজ ও ইব্রাহিম জাদরান আজ টাইগারদের পেস আক্রমণের সামনে অসহায় আত্নসমর্পন করে। গুরবারজ ৬ আর ইবরাহিম জাদরান করেন মাত্র ১ রান।১২৬ রানের গুটিয়ে যায় আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। শরিফুল ৪ টি, তাসকিন ও তাইজুল ২ টি করে উইকেট। মেহেদী ও সাকিব নেন ১টি করে উইকেট। 

স্বল্প রান তাড়া করতে নেমে শুরুতেই টাইগার শিবিরে জোড়া ধাক্ক দেয় আফগান পেসার ফজলুল হক ফারুকি। তারপর অধিনায়ক লিটন কুমার দাসকে সাথে নিয়ে দেখেশুনে খেলতে শুরু করে সাকিব আল হাসান। বাংলাদেশের ৩য় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ১৪,০০০ রানের ঘরে নাম লেখান তিনি। এর আগে তামিম ও মুশফিক এই মাইলফলক অর্জন করেন।সাকিব আউট হন ৩৯ বলে ৩৯ করে। তবে নিজের দশম ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক লিটক কুমার দাস ৬০ বলে ৫৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। তৌহিদ হৃদয় করেন ১৯ বলে ২২ রান। 

২৬.৩ ওভার হাতে থাকতে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। আগমী ১৪ জুলাই সিলেটে শুরু হবে দুদলের টি-টোয়েন্টি সিরিজ।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!