ঢাকা: মাত্র ৭৫ ঘণ্টার মধ্যে দুই মহাদেশে দুটি ভিন্ন লিগে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন সুনিল নারাইন। কারণ এর মধ্যে যে ১৮ ঘণ্টাই নারাইন থাকবেন ফ্লাইটে।
আইপিএল শেষ করে ছয় সপ্তাহ ধরে টি-টোয়েন্টি ব্ল্যাস্টে খেলছেন নারাইন। অংশ নিয়েছেন সারের হয়ে সব কটি ম্যাচে। ক্রিস জর্ডানের নেতৃত্বে খেলা এই দলটির সর্বোচ্চ উইকেটশিকারিও (২০) নারাইন। ব্যাট হাতেও ২২.৫৫ গড় আর ১৫৯.৮৪ স্ট্রাইকরেটে রান করেছেন এই অলরাউন্ডার।
মেজর ক্রিকেট লিগে (এমএলসি) নারিন খেলবেন আইপিএলের ফ্র্যাঞ্চােইজি নাইট রাইডার্সের হয়ে। এছাড়া ভাইটালিটি ব্লাস্টে তাকে সারে ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে।
সর্বশেষ আইপিএলের পর গত ছয় সপ্তাহ ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন নারিন। এরই মধ্যে সারের হয়ে তিনি ১৫টি ম্যাচে অংশ নিয়েছেন। যেখানে দলটির হয়ে সর্বোচ্চ ২০ উইকেট এবং ২২.৫৫ গড়ের সঙ্গে তিনি ব্যাট করেছেন ১৬০ স্টাইক-রেটে।
গত শুক্রবার (৭ জুলাই) ম্যানচেস্টারে সারের জার্সিতে কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। ম্যাচটি জয়ের পর সেদিন রাতেই নারিন উড়াল দেন যুক্তরাষ্ট্রে, যেখানে তিনি এমএলসি লিগে এলএ নাইট রাইডার্সের নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার টেক্সাস সুপার কিংসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।
তবে ইংলিশ ভাইটালিটি ব্লাস্ট খেলতে হলে শনিবারই নারিনকে যুক্তরাজ্যে ফিরতে হবে। সেদিই সেমিফাইনালে তিনি এজবাস্টনে নামবেন সামারসেটের বিপক্ষে। ম্যাচটি জিতলে পরদিন (রোববার) বিকালেই ফাইনাল খেলতে হবে নারিনদের। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে এসেক্স কিংবা হ্যাম্পশায়ার।
রোববার রাতেই আবার ম্যাচ রয়েছে ডালাসে। আমেরিকার শহরটিতে নেমেই তাকে গায়ে তুলতে হবে নাইট রাইডার্সের জার্সি। যেখানে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে তার দল। সবমিলিয়ে দেখা যাচ্ছে নারিনের ভাইটালিটি ক্লাব সারে ফাইনালে উঠলে ৭৫ ঘণ্টার মধ্যে তাকে ১৮ ঘণ্টাই কাটাতে হবে ট্রান্স-আটলান্টিক বিমানে!
তবুও ম্যাচগুলোতে নারিনকে পাওয়া নিয়ে আশাবাদী সারে অধিনায়ক ক্রিস জর্ডান, ‘খুবই ব্যস্ত সূচি তার। কিন্তু এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আমি জানি এখানে খেলা কতটা চ্যালেঞ্জিং, কিন্তু এখানে কমিটমেন্টও বড় বিষয়, যার কারণে সবই চুক্তিবদ্ধ ক্রিকেটারের জন্য সহজ! নারিন খুবই কমিটেড ক্রিকেটার। সে ট্রেনিংয়ে খুবই ডেডিকেটেড, ব্যাটিং-বোলিং করতে ভালোবাসে এবং প্রতিপক্ষের বিপরীতে খেলা উন্নতি করতে পারে।
সোনালীনিউজ/এআর