• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

দ্বিতীয় ম্যাচের টিকিটের জন্য হাহাকার


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১৬, ২০২৩, ০১:১৯ পিএম
দ্বিতীয় ম্যাচের টিকিটের জন্য হাহাকার

ঢাকা : বাংলাদেশ-আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি দেখতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। দ্বিতীয় ম্যাচের আগের দিন স্টেডিয়ামের মেইন গেইটের টিকিট কাউন্টারে স্বাভাবিকভাবেই দর্শকদের লম্বা লাইন। তবে গ্র‍্যান্ড স্ট্যান্ড ছাড়া অন্য কোনো গ্যালারির টিকিট শেষ আগেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট লাক্কাতুরা টিকেট কাউন্টারে সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত টিকিট ক্রয়ের ঘোষণা ছিল। কিন্তু দুপুরের পর থেকেই কাউন্টারে হাহাকার।

কাউন্টারে নিয়োজিত স্টাফরা এই ব্যাপারে দিতে পারেনি কোনো সদুত্তর। শেষ সময় সন্ধ্যা ৭.৩০ হলেও প্রায় এক ঘন্টা আগেই তারা বলছে সময় শেষ। দর্শকেরা তবুও অপেক্ষায়। এরপর জানালো, ১৫০০ টাকা মূল্যের গ্র্যান্ড স্ট্যান্ড এর টিকিট ছাড়া অন্য কোনো গ্যালারির টিকিট নেই তাদের হাতে। কাল সকালে হয়তো মিলবে আরও কিছু টিকিট।

দীর্ঘ সময় অপেক্ষার পরও সাধারণ দর্শকেরা ক্লাব হাউস, ইস্টার্ন গ্যালারি, ওয়েস্টার্ন গ্যালারি কিংবা গ্রিন হিল এরিয়ার টিকিট কিনতে পারছে না।

আগামীকাল সন্ধ্যা ৬টায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। শুরুর ম্যাচে রোমাঞ্চকর জয় পাওয়া সাকিবদের চোখ এবার সিরিজ জয়ে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!