• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘মেসি মেসি’ স্লোগানে ফুটবল জাদুকরকে বরণ করে নিল মায়ামি


ক্রীড়া ডেস্ক জুলাই ১৭, ২০২৩, ১০:৫১ এএম
‘মেসি মেসি’ স্লোগানে ফুটবল জাদুকরকে বরণ করে নিল মায়ামি

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে বরণ করে নিল ইন্টার মায়ামি। অনুষ্ঠানের নাম ‘দ্য আনভেইল’। এই ‘আনভেইল’ বা উন্মোচনটা মূলত লিওনেল মেসির। সূচি অনুসারে ইন্টার মায়ামি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠান ‘দ্য আনভেইল’ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। 

কিন্তু ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে দুই ঘণ্টা পরে শুরু হয় অনুষ্ঠান। ফ্লোরিডার পোর্ট লডারডেলে ২০ হাজার আসনের ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।

টানেল থেকে বের হওয়ার আগেই 'মেসি, মেসি' ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারপাশ। আতশবাজি জ্বালিয়ে মেসিকে বরণ করে নেয় মেজর লিগ সকারের ক্লাবটি।

পুরো স্টেডিয়াম করতালির মধ্য দিয়ে স্বাগত জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তিকে। দর্শকদের এমন ভালোবাসা অভিভূত করেছে ফুটবল জাদুকরকে। সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন তাদের ক্লাবে খেলতে এসেছেন, এটি বিশ্বাস করতেও যেন কষ্ট হচ্ছিল অনেকের। মেসিকে স্বচক্ষে সামনে দেখতে পাওয়ার উপলক্ষ্য কেই বা স্মরণীয় করে রাখতে চাইবে না!

মেসিকে তার সেই প্রিয় ১০ নম্বর জার্সি দিয়েছে মায়ামি। প্রায় ২ বছর পর ক্লাবে ১০ নম্বর জার্সি ফিরে পেলেন আর্জেন্টাইন তারকা। পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে খেলেছিলেন মেসি। ইন্টার মায়ামি খেলোয়াড় হয়ে সমর্থকদের সামনে হাজির হলেও, মেসিকে মাঠে দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন তারকাকে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!