• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বরণ অনুষ্ঠানে ভক্তদের যে বার্তা দিলেন মেসি


ক্রীড়া ডেস্ক জুলাই ১৭, ২০২৩, ১১:৪৩ এএম
বরণ অনুষ্ঠানে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

ঢাকা: টানেল থেকে বের হওয়ার আগেই 'মেসি, মেসি' ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারপাশ। আতশবাজি জ্বালিয়ে মেসিকে বরণ করে নিল মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি।

নিজের নতুন ঠিকানায় গিয়ে মেসি পেয়েছেন সমর্থকদের উঞ্চ অভ্যর্থনা। সোমবার (১৭ জুলাই) ফ্লোরিডার ডিআরবি পিএনকে স্টেডিয়ামে বরণ অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে মেসি বলেন, ‘আমি মায়ামিতে যোগ দিতে পেরে খুশি। আপনারা আমাকে যে সমর্থন ও ভালাবাসা দিয়েছেন, তাতে আমি সবার প্রতি কৃতজ্ঞ। এটা খুবই দ্রুত হয়েছে। আমি কিছুটা বিচলিত ছিলাম।

মেসি এরপর বড় স্বপ্ন দেখালেন ইন্টার মায়ামির সমর্থকদের, ‘প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আমার তর সইছে না।’ বয়স হয়ে গেছে ৩৬ বছর। ক্যারিয়ারের গোধূলিলগ্নে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। কেউ কেউ বলছেন, এই বয়সে মেসি কতটুকু দিতে পারবেন মায়ামিকে! মেসি হয়তো তাদের উদ্দেশেই বললেন, ‘সব সময়ের মতো আমি প্রতিদ্বন্দ্বিতা করার তাড়না বোধ করছি। সত্যি, আমি সব সময়ের মতো জিততে চাই এবং মায়ামিকে আরও বেড়ে উঠতে সাহায্য করতে চাই।’

মেসি জানান, ফুটবলজীবনে নতুন অধ্যায় শুরু করছি। আমার কাছে এটা একটা দুর্দান্ত সুযোগ। এক সঙ্গে কাজ করে নতুন কিছু অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছি আমরা। এটাই এখন আমার নতুন বাড়ি।’

মেসির পাশাপশি তার সাবেক বার্সা সতীর্থ ও বন্ধু সার্জিও বুসকেটসকে এদিন পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা খুবই দারুণ এক অভিজ্ঞতা। এটা আমার ক্যারিয়ারকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। ২০২৫ সাল পর্যন্ত আমি চুক্তিবদ্ধ হয়েছি। আমি গতবছর এখানে খেলতে এসেছিলাম। আর এখন ক্লাবটির হয়ে খেলতে এসেছি।’ 

মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তির খবর নিশ্চিত করে ক্লাবের অন্যতম মালিক সাবেক ইংল্যান্ড ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘মেসির ইন্টার মায়ামিতে যোগদান স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার’।

গত কয়েকদিন ধরেই মায়ামি মেসি জ্বরে কাবু। আর্জেন্টাইন অধিনায়কের আগমনে বিপণনের জোয়ার এসেছে মার্কিন মুল্লুকের এই শহরে। বিয়ার থেকে বার্গার সবকিছুই মেসির নামে করা হয়েছে ক্রেতাদের আকৃষ্ট করতে। এবার মেজর লিগ সকারে মেসির জাদু দেখানোর পালা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!