• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
ডেভিড বেকহাম

গল্পের পরবর্তী অধ্যায়ের শুরু এখান থেকে


ক্রীড়া ডেস্ক জুলাই ১৭, ২০২৩, ০২:৪০ পিএম
গল্পের পরবর্তী অধ্যায়ের শুরু এখান থেকে

ঢাকা : দলবদলের বাজারে লিওনেল মেসিকে নিয়ে লড়াইটা ছিল ধনকুবেরদের সঙ্গে। সেটাও আবার সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে। শেষ পর্যন্ত জয়ী হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামি। যেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ইংল্যান্ডের কিংবদন্তী ও সাবেক ফুটবলার ডেভিড বেকহাম।

আজ তাকে দলটির সমর্থকদের সামনে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। সেখানেই দলটির সহ-মালিক বেকহাম জানিয়েছেন, গল্পের পরবর্তী অধ্যায়ের শুরু এখান থেকেই।

সাবেক ইংলিশ ফুটবলার বেকহাম বলেছেন, ‘দশ বছর আগে মায়ামিতে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম, তখন এখানে বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে আসার স্বপ্ন দেখেছিলাম। যারা মার্কিন ফুটবলকে নতুন এক মাত্রায় নিয়ে যেতে সাহায্য করবে। পরবর্তী প্রজন্মকে নতুন ধারার ফুটবল শেখাতে আমাদের পরিবারে যোগদান করবে। আজ রাতে লিওনেল মেসিকে স্বাগত জানানোর মাধ্যমে সেই স্বপ্নের সত্যি হতে চলেছে।’

এসময় একটু আবেগপ্রবণ হয়ে পড়েন বেকহাম। ক্ষমা প্রার্থনা করেন সমর্থকদের কাছে। তারপর ফের বলতে শুরু করেন, ‘লিও আমরা আপনাকে পেয়ে গর্বিত। গর্বিত হওয়ার আরও একটি কারণ আপনার ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ের জন্য ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন বলে। আমাদের এই পরিবারে আপনাকে স্বাগতম। সার্জিও বুসকেতসকেও স্বাগতম এখানে।’

গল্পের পরবর্তী অধ্যায়ের শুরু এখান থেকে জানিয়ে বেকহাম বলেন, ‘আমরা মায়ামিতে একটি বিশেষ ধরনের ক্লাব তৈরি করছি, যা একটি সম্প্রদায়কে উপস্থাপন করবে। সমর্থকরাও এর প্রতি যত্নশীল। ভক্তরাও ইন্টার মায়ামিকে অনন্য করে তোলে। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা অবিস্মরণীয় স্মৃতি তৈরি করব। আপনাদের মতো আমাদেরও আর তর সইছে না, মায়ামির জার্সি গায়ে মাঠে মেসিকে দেখার জন্য আমরাও উদগ্রীব। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ আমাদের গল্পের পরবর্তী অধ্যায়ের সূচনা এখান থেকেই।’

পরে কথা বলেন মায়ামির মালিক জোসে মাসও। তিনি বলেছেন, ‘মায়ামি এমন একটি যা স্বপ্ন, কঠোর পরিশ্রম আর অনেক ত্যাগ শিকারের মাধ্যমে নির্মিত। আমাদের বার্তা; স্বপ্ন দেখার স্বাধীনতা... লিওনেল মেসি এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। আমাদের এদেশের ফুটবলের পরিবর্তনের ‍দৃশ্যপটের মুহূর্ত এটাই।’

মাস যোগ করেছেন, ‘আমরা মায়ামির সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। স্বপ্ন দেখিয়েছিলাম, আমরা বিশ্বের সেরা খেলোয়াড়দের এখানে নিয়ে আসব। যারা ক্লাবের হয়ে খেলবে। আজ (রবিবার) রাতে সেটা সত্যি হলো।’

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!