ঢাকা: সম্প্রতি প্রকাশ পেয়েছে এশিয়া কাপের সূচি। এ নিয়ে নাখোশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
ফলে সাকিব আল হাসান, লিটন দাসদের অনেক সফর করতে হবে। কেন সব দল একই রকম সুবিধা পাবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবি। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার পর পাকিস্তানে যেতে হবে সাকিবদের। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ লাহোরে।
প্রতিযোগিতার সুপার ফোরে উঠলে বাংলাদেশকে আবার শ্রীলঙ্কায় ফিরে আসতে হবে। ফাইনালে উঠলেও খেলা হবে শ্রীলঙ্কায়। অর্থাৎ গ্রুপ ‘বি’র দুটি ম্যাচ দুই দেশে খেলতে হবে বাংলাদেশকে। এমন সূচিতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘প্রথম ম্যাচ খেলতে আমাদের লাহোর যেতে হবে। গ্রুপপর্বের আরেকটা ম্যাচ আবার খেলতে হবে শ্রীলঙ্কায়। অথচ আমাদের কিছু করার নেই। ৩১ আগস্টের পর ৩ জুলাই ম্যাচ। ক্রিকেটারদের যাতায়াতে যাতে অসুবিধা না হয়, সেজন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে। সব ব্যবস্থা করার দায়িত্ব এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। আমরা আশা করব, ভালোমানের বিমান ব্যবস্থা করা হবে দলের জন্য। সরকারি হোক বা চার্টার্ড বিমান সবাই যাতে ভালোভাবে সফর করতে পারে, তা নিশ্চিত করা হবে।’
জালাল ইউনুস আরও বলেন, ‘বিমান ছাড়ার ২ ঘণ্টা আগে ক্রিকেটারদের বিমানবন্দরে পৌঁছতে হবে। তার আগে ব্যাগ গোছাতে হবে। ফলে প্রস্তুতির জন্যও কম সময় পাওয়া যাবে। এ সফর ক্রিকেটারদের ওপর বাড়তি মানসিক চাপ। শ্রীলঙ্কা থেকে পাকিস্তানের দূরত্ব যথেষ্ট।
এসিসির সিদ্ধান্ত আমরা মেনে চলতে বাধ্য। সব দলকেই এমন সফর করতে হলে আমাদের কিছু বলার ছিল না; তা কিন্তু হচ্ছে না।’
এশিয়া কাপের সূচি অনুযায়ী ভারত ছাড়া সব দেশকেই দুই দেশে ম্যাচ খেলতে হবে। প্রসঙ্গত, এশিয়া কাপের জন্য ২৮ থেকে ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাংলাদেশ। প্রস্তুতি শিবিরে সবাইকে দেখে নেওয়ার পর চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
সোনালীনিউজ/এআর