• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

একই দিনে মুশফিক-তাসকিনের হার


ক্রীড়া ডেস্ক জুলাই ২৩, ২০২৩, ০৯:২৭ এএম
একই দিনে মুশফিক-তাসকিনের হার

ঢাকা: জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে একই দিনে হারলেন মুশফিক-তাসকিনরা। মুশফিকের দল ডারবানের কাছে হেরেছে ৭ উইকেটে। দল না জিতলেও একেবারে ব্যাট হাতে চেষ্টা করছিলেন মুশফিক। 

অষ্টম ওভারে আউট হওয়ার আগে করেছিলেন ১২ বলে ১৯ রান। মুশফিকের মতো হারের স্বাদ পেতে হয়েছে তাসকিন আহমেদেরও। তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস কেপটাউনের কাছে হেরেছে ৮ উইকেটে। 

হারারেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন জোবার্গ বাফেলোস। ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন এক পাশ দিয়ে ঝড় তুললেও অন্য পাশ দিয়ে চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। উইল স্মিথ, হাফিজ, ইউসুফ পাঠানরা কেউই দ্রুতগতিতে রানে চাকা বাড়াতে পারেননি। 

শেষমেশ ব্যান্টনের ৩১ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে জোবার্গ বাফেলোস তোলে ৯৪ রান, যা আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৪১ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতেই টপকে যায় ডারবান কালান্দার্স। 

অন্যদিকে, একই মাঠে কেপটাউনের বিপক্ষে বুলাওয়ে ব্রেভস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বুলাওয়ের কোনো ব্যাটসম্যানই টি-টেনের মেজাজে খেলতে পারেননি। অধিনায়ক সিকান্দার রাজা করেছেন ১৮ বলে মাত্র ১৭ রান। তাতে বুলাওয়ের তুলতে পারে ৮৬ রান। বল হাতে তাসকিন তাদের ভালো শুরু এনে দেন।

প্রথম ওভারেই ফেরান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। তবে অল্প সংগ্রহের কারণে কেপটাউনকে আটকে রাখা সম্ভব হয়নি। আগের দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন এই ম্যাচে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। 

এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটি ম্যাচে খেলে একটি জয় পেয়েছে মুশফিকের দল জোবার্গ বাফেলোস। তাসকিনের বুলাওয়ে ব্রেভসের জয়ও একটি ম্যাচে, যদিও তারা খেলছে তিনটি ম্যাচ। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!