ঢাকা: তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল রোমাঞ্চে ঠাসা। বাংলাদেশের করা ২২৫ রানের জবাবে ভারতও থামে ২২৫ রানে। ম্যাচ হয় টাই। তবে এই ম্যাচের ফল নিয়ে যতটা না আলোচনা চলছে তার চেয়ে বেশি আলোচনা আছে অন্য আরেকটি কারণে।
ইনিংসের ৩৪তম ওভারের ঘটনা। ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ তখন ১৬০ রান। ক্রিজে ছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রিত কৌর। বাংলাদেশের বোলার নাহিদা আক্তারের একটি বল সুইপ করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন তিনি।
বল তার প্যাডে লাগে, সেখান থেকে যায় স্লিপের ফিল্ডার ফাহিমা খাতুনের হাতে। বাংলাদেশের ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার তানভীর আহমেদ।
নিজের এই আউট মানতে পারেননি হরমনপ্রিত। ম্যাচ শেষে তিনি সমালোচনা করেছেন আম্পায়ারদের। ভারত অধিনায়ক বলেন, ‘আগামীতে বাংলাদেশ সফরে এই ধরনের আম্পায়ারিং মোকাবেলা করার বিষয়ে নিশ্চিত থাকতে হবে এবং সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে। আমি মনে করি খেলা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ক্রিকেট ছাড়াও আম্পায়ারিংয়ের ধরনে আমরা খুব অবাক হয়েছি।’
এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জানান, বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেছেন হরমনপ্রিত।
নিগার বলেন, ‘ও (হরমনপ্রিত) যেটা করেছে, সেটা ওরই। সেটা আমাদের কোনো কিছু নয়। তবে আমি বলব, ক্রিকেটার হিসেবে সে আরেকটু ভালোভাবে কথা বলতে পারত। তবে ও করেছে, ওর ব্যাপার। আমার কোনো মন্তব্য করা উচিত হবে না।’
নিগার আরও বলেন, ‘কিছু কথা সবসময় তো সবকিছু বলা যায় না। যা হয়েছে, আমার কাছে মনে হয়নি যে আমার দল নিয়ে ওখানে থাকব। তো আমি চলে এসেছি। কিছু কথা ছিল যে আমার মনে হয়নি ওখানে থাকা উচিত হবে দল নিয়ে। কারণ, ক্রিকেট খুবই সম্মানজনক একটি জায়গা। শৃঙ্খলার জায়গা। ভদ্রলোকের খেলা। আমার কাছে মনে হয়েছে, ওই পরিবেশ ছিল না। তাই দল নিয়ে চলে এসেছি।’
সোনালীনিউজ/এআর