ঢাকা: কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে আবারো জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার প্রথম ম্যাচে বল হাতে ১৮ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৩ বলে ২৬ রান করেছিলেন। কালও অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি।
টসে জিতে ফিল্ডিং নেয় সাকিবের দল মন্ট্রিয়েল টাইগার্স। প্রতিপক্ষ মিসিসাউগা প্যানথার্সকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ আটকে রাখে তারা। সাকিব ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় মন্ট্রিয়েল টাইগার্স। কিন্তু ওপেনার ক্রিস লিনের ৪৫ বলে ৬৪ রানের ইনিংসে জয়ের পথেই থাকে তারা। সাকিব ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৪ বলে ৫ চার ও ২ ছয়ে করেছেন ৩৬ রান।
শেষ পর্যন্ত ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মন্ট্রিয়েল টাইগার্স। আগের ম্যাচেও জিতেছিল সাকিবের দল।
আগের ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের পরও ম্যাচসেরা হতে পারেননি সাকিব। কালও ম্যাচসেরার পুরস্কার পাননি বাংলাদেশের অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে প্যানথার্সের ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানের পেসার কালিম সানা।
কাল লিটন দাসেরও খেলা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে তার দল সারে জাগুয়ার্সের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
সোনালীনিউজ/এআর