ঢাকা : ক্লাব ক্যারিয়ারে অফিশিয়াল ম্যাচে মোট ১০০ ক্লাবের বিপক্ষে গোল করা হয়ে গেল লিওনেল মেসির।
লিগস কাপে বুধবার (২৬ জুলাই) সকালে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করেন মেসি।
এদিন প্রথম গোলটি পাওয়ার মাধ্যমেই দারুণ এক কীর্তি হয়ে যায় মেসির। গোল করা হয়ে যায় এক শ ক্লাবের বিপক্ষে।
ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘অপটা’ জানিয়েছে, আটলান্টার বিপক্ষে গোলের মধ্য দিয়ে ক্লাব ক্যারিয়ারে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল করা হলো মেসির।
এই ১০০টি ক্লাব ২৩টি দেশের। ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনায় কাটানো মেসি স্প্যানিশ ক্লাবের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, ৪১টি স্প্যানিশ ক্লাবের বিপক্ষে গোল করেছেন মেসি।
আর নির্দিষ্ট কোনো ক্লাবের ক্ষেত্রে স্প্যানিশ ক্লাব সেভিয়ার জালে (৩৮) সবচেয়ে বেশি গোল তার।
সোনালীনিউজ/এমটিআই