• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্টোকস আবার মেসেজ পাঠালে ডিলিট করে দেব: মঈন


ক্রীড়া ডেস্ক আগস্ট ১, ২০২৩, ০২:৪০ পিএম
স্টোকস আবার মেসেজ পাঠালে ডিলিট করে দেব: মঈন

ঢাকা: স্টুয়ার্ট ব্রডের আন্তর্জাতিক অবসরের ম্যাচেই টেস্ট ক্রিকেটকে দ্বিতীয় দফায় বিদায় জানালেন মঈন আলী। দু’বছর আগে প্রথমবারের মতো সাদা পোশাক খুলে রাখা এই ইংলিশ অলরাউন্ডার টেস্টে ফিরেছিলেন অধিনায়ক বেন স্টোকসের অনুরোধে। 

অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচ শেষে টেস্টকে বিদায় জানানো মঈন মজার ছলে বললেন, এবার স্টোকস টেস্টে ফেরার অনুরোধ জানিয়ে মেসেজ দিলে তা ডিলিটই করে দেবেন তিনি।   

অ্যাশেজের আগে মঈনকে খুদে বার্তা দেন স্টোকস। নিয়মিত স্পিনার জ্যাক লিচ আহত হয়ে ছিটকে পড়ার পর মঈনকে পাঠানো সেই বার্তায় লেখা ছিল ‘অ্যাশেজ?’ ওই বার্তাকে প্রথমে নিছক মজাই ধরে নিয়েছিলেন ২০২১ সালে প্রথমবার টেস্ট ক্রিকেট ছাড়া মঈন।

তবে কাল মঈন বলে দিলেন, এবার তিনি ‘চিরদিনের’ জন্যই টেস্ট ক্রিকেট ছাড়ছেন। ইংল্যান্ডের জয়ের পর স্কাই স্পোর্টসকে সেটি জানাতে গিয়ে একটু মজাও করলেন মঈন, ‘স্টোকসি আবার আমাকে (ফিরতে অনুরোধ করে) মেসেজ পাঠালে সেই মেসেজ আমি ডিলিট করে দেব। (টেস্টে) আমার পালা শেষ। আমি ফেরাটা উপভোগ করেছি। আর এভাবে শেষ করতে পারাটা তো বড় কিছুই।’

৬৮ টেস্টে ৩০৯৪ রান করার পাশাপাশি ২০৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। লম্বা বিরতির পর টেস্টে ফিরেই এজবাস্টন টেস্টে তর্জনীতে চোট পান। ওই চোট লর্ডসে দ্বিতীয় টেস্টে খেলতে দেয়নি তাকে। এক সমর্থকের পাঠানো মধুমিশ্রিত ওষুধ ব্যবহার করেই স্পিনিং-আঙুলের সেই চোট থেকে সেরে উঠে আবার দলে ফেরেন মঈন। এরপর শেষ তিন টেস্টেই বড় ভূমিকা রেখেছেন অফ স্পিন বোলিং দিয়ে। 

হেডিংলিতে মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথের মতো দুই ব্যাটসম্যানকে আউট করেছেন, ব্যাটিংয়ে স্বেচ্ছায় তিনে নেমেছেন। ওল্ড ট্রাফোর্ডে তিনে নেমেই ৫৪ রানের ইনিংস খেলেছেন। তবে ওভালে শেষ টেস্টে কুঁচকির চোট অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বল করতে দেয়নি তাকে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পেরেছেন ৭ নম্বরে। দ্বিতীয় ইনিংসে অবশ্য ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং-ধসে বড় ভূমিকা রেখেছেন মঈন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!