• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

শর্ত মেনে নিল বোর্ড, সাকিবই হচ্ছেন নতুন অধিনায়ক!


ক্রীড়া ডেস্ক আগস্ট ৬, ২০২৩, ০৩:২৩ পিএম
শর্ত মেনে নিল বোর্ড, সাকিবই হচ্ছেন নতুন অধিনায়ক!

ঢাকা: অবসর ভাঙলেও অধিনায়কত্ব ছেড়ে দিলেন তামিম ইকবাল। শুক্রবার (৪ আগস্ট) অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এমন অবস্থায় দেশের ক্রিকেটপাড়ায় আলোচনা বলতে গেলে একটাই- কে হবেন নতুন ওয়ানডে অধিনায়ক। এই প্রশ্নে মুখ খুলেছেন অনেকেই। এর মধ্যে খালেদ মাহমুদ সুজনের পছন্দ সাকিব আল হাসানই।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও তেমনটাই ইঙ্গিত দিয়েছেন শনিবার (৫ আগস্ট)। বিসিবি বস নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘অধিনায়ক বানানোর ক্ষেত্রে সবচেয়ে সহজ অপশন হচ্ছে সাকিবকে বানিয়ে দেওয়া।’

বোর্ড সভাপতির এই বক্তব্যের পর কিছুটা হলেও ধারণা পাওয়া যায় এশিয়া কাপ ও বিশ্বকাপে কার কাঁধে উঠতে যাচ্ছে দলকে সামলানোর দায়িত্ব। যদিও সাকিবের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি আগে থেকেই ছিল বড় গুঞ্জন।

বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন, ইতোমধ্যেই সাকিবের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। সেখানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। সেখানেই সাকিবের কাছে বোর্ডের চূড়ান্ত প্রস্তাবনা পাঠানো হবে দুই একদিনের ভেতরেই

বোর্ডের সেই সূত্র বলেন, ‘বোর্ড সভাপতি নিজে বিষয়টি দেখছেন। ওর কাছে দুএকদিনের ভেতর চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে তার কাছে। আমরা ওর সিদ্ধান্ত মেনে নিয়েছি। দীর্ঘমেয়াদেই ওকে আমরা দলের দায়িত্ব দেব। এর ভেতর লিটনও নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবে। আপাতত আমাদের পরিকল্পনা রয়েছে অন্তত দুই বছরের জন্য তাকে অধিনায়ক করা।’

যদি এমনটি হয়, তাহলে অন্তত ২০২৫ সাল পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্ব পেতে যাচ্ছেন বাঁহাতি এই অলরাউন্ডার। সাকিব ২০২৫ পর্যন্ত দলকে সামলালে মাঝের এই সময়টাতে লিটন নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন ২০২৭ বিশ্বকাপের জন্য। যে কারণে সব দিক বিবেচনা করেই সাকিবের হাতে ওয়ানডে দলের দায়িত্ব তুলে দিতে যাচ্ছে বোর্ড।

এআর

Wordbridge School
Link copied!