• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মেসির চোট নিয়ে কোচ বললেন ‘তেমন কিছু নয়’


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৫, ২০২৩, ০৪:২৮ পিএম
মেসির চোট নিয়ে কোচ বললেন ‘তেমন কিছু নয়’

ঢাকা: লিগস কাপে মেসির ভেলায় চেপে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ইন্টার মায়ামি। সেখানে সেমি-ফাইনালের আগের দিন তার চোট মানে তো দলের জন্য ভয়ঙ্কর খবর! কোচ জেরার্দো মার্তিতো অবশ্য পরে দাবি করলেন, গুরুতর কিছু হয়নি। তবে যুক্তরাষ্ট্রের কিছু সংবাদমাধ্যমের খবর, পা মচকে গেছে মেসির।

আঘাত পাওয়ার পর অনেকটা সাবধানে বাঁ পা ফেলতে দেখা যায় মেসিকে। তবে পরে তিনি আবার পাসিং ড্রিল করেন। ঘটনার সময় মাঠে ছিলেন না মার্তিনো। পরে সংবাদ সম্মেলনে মায়ামি কোচ বলেন, তার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে।

ইন্টার মায়ামির অনুশীলনে তখন ‘ক্লোজ-কোয়ার্টার পাসিং ড্রিল’ চলছিল। লিওনেল মেসিও ট্রেনিং করছিলেন। হুট করেই তার বাঁ অ্যাঙ্কেল মচকে যাওয়ার মতো হয়ে যায়। তাতে শঙ্কার চোরাস্রোতও বয়ে যাওয়ার কথা ইন্টার মায়ামির ড্রেসিং রুমে!

“যেহেতু সবাই ঠিকঠাকই আছে, কাউকে খুব চিন্তিত মনে হয়নি, তাই ধারণা করতে পারি, তেমন কিছু হয়নি। অনুশীলনে আমি স্রেফ একটা অংশে ছিলাম, কারণ পরে আমার একটা মিটিং ছিল। আমি সেটির প্রস্তুতি নিচ্ছিলাম, তাই দেখতে পারিনি ঠিক কী হয়েছে তখন।”

লিগস কাপের সেমি-ফাইনালে মঙ্গলবারই ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে মেসির মায়ামি। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলিকে নিয়ে আয়োজিত হয় এই লিগস কাপ। এবারের আসরে খেলছে ৪৭ ক্লাবের সবকটি। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন মেসি, গোলে সহায়তা করেছেন তিনটি।

এআর

Wordbridge School
Link copied!