• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৯, ২০২৩, ০৪:৫৪ পিএম
আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া

ঢাকা: জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবলার হিসেবে লাতিন আমেরিকার ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কীর্তি গড়েছেন তিনি। তবে জামালের আর্জেন্টিনায় গমন নিয়ে দেশের ফুটবলাঙ্গনে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। 

বাংলাদেশ অধিনায়ক শুক্রবার (১৯ আগষ্ট) রাতে চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োর সঙ্গে। জামাল ভূঁইয়া এই চুক্তির ঐতিহাসিক মুহূর্তটাকে নিজের ফেসবুক পেজে লাইভ করেছেন।

চুক্তি সইয়ের আগে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমি যেখানেই থাকি বাংলাদেশকে ভালোবাসি। আপনারা আমাকে, আমার ম্যাচ, আমার অনুশীলন ফলো করবেন। আমি এখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

জামাল ভূঁইয়া সর্বশেষ গত মৌসুমে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রে। ২০১৪-১৫ মৌসুমে শেখ জামালের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। 

তার আগেই ২০১৩ সালে তিনি গায়ে জড়িয়েছিলেন জাতীয় দলের লাল-সবুজ জার্সি। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী এবং কলকাতা লিগে মোহামেডানের হয়ে খেলেছেন।

জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি ৭৫ ম্যাচ খেলা ফুটবলার। তিনি ৭৫ ম্যাচে একটি গোল করেছেন। ২০১৮ সালের এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের হয়েও একটি গোল করেছিলেন। ওই গোলে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় পর্বে উঠেছিল। জামালের গোলে বাংলাদেশ হারিয়েছিল কাতারকে।

এআর

Wordbridge School
Link copied!